 
                            এক্সওয়াইজেড একটি আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৯৭৮ সনে অত্র এলাকার কিছু সমাজ হিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। 
 
 বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে যে সকল মহৎপ্রাণ ব্যক্তিবর্গ জড়িত ছিলেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করি। গতিশীল এই বিদ্যালয়টি ১৯০০ সনে মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে এক্সওয়াইজেড বোর্ডের স্বীকৃতি লাভ করে। দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৪০০০। বর্তমানে ১০৩ জন শিক্ষক যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
 
 সহ শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিদ্যালয়ের খেলার মাঠকে বাস্কেট বল সহ অন্যান্য খেলার উপযোগী করে নতুন আঙ্গীকে সাজানো হচ্ছে। শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য বিদ্যালয়ে চারু ও কারুকলা এবং সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বিদ্যালয়ের অনগ্রসরমান, আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
মোঃ এবিসি ইসলাম 
  
বি,এফ, এ(অনার্স) এম, এফ এ(চিএায়ণ)
ছাত্রছাত্রী
শিক্ষক ও কর্মচারীবৃন্দ
ক্লাব
আধুনিক ল্যাব
 
                        Head Master
ই-মেইলঃ xyz@abc.com
 
                        PRINCIPAL
ই-মেইলঃ shawlee.sharmin@gmail.com
 
                        PRINCIPAL
ই-মেইলঃ masudaakter842@gmail.com